মস্তিষ্ক আমাদের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ। আর এটি ছাড়া ব্যক্তির ব্যক্তিত্ব, স্মৃতি কোনটাই থাকে না। এমন কি মস্তিষ্ক যদি সুস্থ না থাকে তাহলে জীবনে নানা সমস্যা আসে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপের কারণে মস্তিষ্ক কিন্তু সবসময় সুস্থ থাকে না। অনেকেরই নানা সমস্যা আসে। এমনকি বড় রোগেরও ঝুঁকি বাড়তে থাকে। তাই নতুন বছরে মানসিক চাপ কমিয়ে আপনি মস্তিষ্ককে ভাল রাখুন। কীভাবে নতুন বছরে আপনি আপনার মস্তিষ্কের যত্ন নেবেন, জেনে নিন।
কী কী কারণে মস্তিষ্কে সমস্যা হয়
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আপনার চিন্তাভাবনা, আবেগ এই কাজগুলি শুধু মস্তিষ্ক থেকে আসে। তাই মস্তিষ্ককে আগে ভাল রাখা দরকার। তার জন্য আপনাকে মানসিক চাপ কমাতে হবে। সেই সঙ্গে মাথায় আঘাত যেন না লাগে এমন ভাবে কাজ করবেন। আবার এমন অনেক ওষুধের ব্যবহার এবং অ্যালঝাইমারের কারণে কিন্তু মস্তিষ্কের নানা সমস্যা হয়। তাই মস্তিষ্ককে সুস্থ রাখা আপনারই দরকার।
যোগব্যায়াম
নিত্যদিন যোগ ব্যায়াম করুন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শারীরিক কার্যকলাপ নিত্যদিন করলে মস্তিষ্ক ভাল থাকে। এতে কিন্তু ভবিষ্যতে বড় রোগের ঝুঁকি কমে। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীরের শক্তি ফিরবে। মেজাজ ভাল থাকবে। গবেষণায় দেখা গিয়েছে, ব্যয়াম করলে বড় রোগের ঝুঁকি অনেকটাই কমবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হেলমেট পরুন
নিজের মাথাকে রক্ষা করুন অর্থাৎ বাইক চালালে হেলমেট পরুন, গাড়ি চালালে সিটবেল্ট আটকান। এতে আপনার মাথায় কিন্তু লাগবে। মাথা রক্ষা পাবে। রাস্তাঘাটের সাবধানে হাঁটাচলা করবেন। যাতে আপনি পড়ে না যান, কখনও মাথায় যেন না লাগে এমন ভাবে সতর্কতা অবলম্বন করুন।
মদ খাওয়া এড়িয়ে চলুন
ধূমপান এবং মদ খাওয়া এড়িয়ে চলুন। কারণ মদ খেলে, বিড়ি-সিগারেটের নেশা থাকলে আপনার মস্তিষ্কের কোষগুলি আসতে আসতে শুকিয়ে যেতে থাকবে। যেখানে আপনার মাথা যন্ত্রণা হবে। স্নায়ু সঠিকভাবে কাজ করতে পারবে না। আর মদ থেকে দূরে থাকুন। এতে কিন্তু শরীরে বড় রোগের ঝুঁকি বাড়তে থাকবে।
মানসিক চাপ কমান
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপও কিন্তু মস্তিষ্কের অনেক ক্ষতি করে। তাই মানসিক চাপ কমান। নিত্যদিন কাজের শেষে চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করুন। ছুটির দিনে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। এতে কিছুটা হলেও আপনার মানসিক চাপ কমবে।