বিতর্কের অবসান। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন শ্যুটার মনু ভাকের। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে। একই সঙ্গে এই পুরস্কার তুলে দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার’কে।

ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দেশের নাম উজ্জ্বল করা ক্রীড়াবিদদের এই সম্মান দেওয়া হয়। প্যারিস অলিম্পিক্স গেমস’এ দুটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি এশিয়ান গেমস, বিশ্বকাপ(১৩টি), ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপে(৪টি) স্বর্ণপদক জিতেছেন মনু ভাকের। কিন্তু তা সত্ত্বেও মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকায় তাঁর নাম না থাকা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয়। ক্রীড়ামন্ত্রকের সূত্র জানিয়েছিল, মনু নাকি আবেদনই করেননি। আবার মনুর বাবার দাবি ছিল, তাঁরা আবেদন করেছেন। কিন্তু ক্রীড়ামন্ত্রকের তরফে কোনও জবাবই মেলেনি। যদিও মনু নিজে বলেছেন, “অ্যাথলিট হিসাবে আমরা শুধু দেশের হয়ে সফল হতে চাই। এই ধরনের সম্মান বা পুরস্কার আমাদের উৎসাহ যোগায় ঠিকই। কিন্তু এই পুরস্কার বা সম্মান পাওয়াটা কখনওই আমাদের উদ্দেশ্য নয়। সম্মান পাই বা না পাই-দেশের হয়ে ভাল পারফর্ম করার জন্য আমি আমার সেরাটা দিয়েই যাব। এই নিয়ে দয়া করে কেউ কোনও বিভ্রান্তি ছড়াবেন না।” অবশেষে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন মনু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here