বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছরের শেষ একাদশী হল সাফলা একাদশী। এ বছর সাফলা একাদশীর উপবাস হয়েছে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বছরের শেষ সাফলা একাদশীতে কিছু বিশেষ সংঘটিত হয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বছরের শেষ সাফলা একাদশী মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ সময় নিয়ে এসেছে। মেষ রাশির জাতক জাতিকারা এই একাদশীতে লাভবান হয়েছেন। চাকরি ও ব্যবসা সংক্রান্ত কাজে সাফল্য এসেছে। লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়েছে।
সফলা একাদশী সিংহ রাশির জাতকদের জন্যও খুবই শুভ। ব্যবসায় আর্থিক লাভ হয়েছে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত সুসংবাদ পেয়েছেন।
এই বছরের শেষ একাদশী ধনু রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হয়েছে। লক্ষ্মী ও শ্রী হরির কৃপার ফলে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায় আর্থিক উন্নতিও হয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং সমৃদ্ধি অনুভূত হয়েছে।
মীন রাশির জাতকদের জন্য খুবই শুভ হয়েছে সাফলা একাদশী। এই একাদশী থেকে মীন রাশির জাতকদের জন্য শুভ দিন শুরু হয়েছে।