কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। তিনি সংস্থার কর্মীদের বেতন থেকে টাকা কাটলেও এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড জমা দেননি। ২৩ লক্ষ টাকার বেশি প্রতারণার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

পোশাক তৈরির সংস্থা রয়েছে রবিন উথাপ্পার। সেই সংস্থার বিরুদ্ধে এমপ্লিইজ প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। বকেয়ার পরিমাণ ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা। সংস্থার পরিচালক হিসাবে ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এই নির্দেশ না মানলে গ্রেফতার করা হতে পারে উথাপ্পাকে। গত ৪ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি করেছেন আঞ্চলিক পিএফ কমিশনার সদাক্ষরী গোপাল রেড্ডি। তিনি জানিয়েছেন, উথাপ্পার সংস্থার বিপুল অর্থ বকেয়া থাকায় সংস্থার কর্মীদের তহবিলের হিসাবের কাজ আটকে রয়েছে। যা গ্রাহণযোগ্য নয়। রেড্ডি কর্নাটকের পুলকেশিনগরের পুলিশকে উথাপ্পার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তবে গত ৪ ডিসেম্বরের পরোয়ানাটি পুলিশ পিএফ কমিশনারকে ফেরত দিয়েছে। কারণ, উথাপ্পাকে পুলকেশিনগরের বাড়িতে পাওয়া যায়নি। উল্লেখ্য, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বর্তমানে দুবাইয়ে বসবাস করেন। বছরের অধিকাংশ সময় তিনি সেখানেই থাকেন। যদিও এই বিষয়টি সামনে আসার পর এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া তিনি দেননি। তাই দ্রুত পদক্ষেপ না নিলে বড়সড় বিপদে পড়তে পারেন ৩৯ বছরের প্রাক্তন ক্রিকেটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here