বিয়ের সময়ে দুই হাতে ও পায়ে মেহন্দি পরার রেওয়াজ অবাঙালি বাড়িতেই রয়েছে। বাঙালি বাড়িতে তো কনেরা এক সময়ে দুই হাতে সুন্দর নকশায় আলতা পরতেন। কিন্তু এখন বাঙালি-অবাঙালি রীতির অনেকটাই মেলবন্ধন হয়েছে। বাঙালি কনেরাও বিয়ের আগে দুই হাতে মেহন্দি করান। কী নকশায় মেহন্দি পরবেন, তা বাছাবাছি শুরু হয় আরও আগে থেকে। কেবল তা-ই নয়, মেহন্দির রং গাঢ় না হলেই মুশকিল। নকশা যতই সুন্দর হোক, রং যদি ফিকে হয় এবং তাড়াতাড়ি উঠে যায়, তা হলে সব পরিশ্রমই মাটি।

ফ্যাকাশে মেহেন্দির রং যে দেখতে ভাল লাগে না, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মেহেন্দিতে গাঢ়, সুন্দর রং ধরবে কী ভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

মেহেন্দির রং গাঢ় করতে

প্রথমত, ভল হেনা পাউডার কিনতে হবে। দোকান থেকে দেখে কিনবেন। সেটি খুব ঘন করে গুলতে হবে। বেশি জল দিয়ে পাতলা করে ফেললে হবে না। হাতে লাগানোর আগে সামান্য ফুটিয়ে নিলে রং খুব সুন্দর ধরবে।

মেহন্দির রং গাঢ় করতে লেবু ও চিনির জুড়ি মেলা ভার। একটি বাটিতে অল্প জল নিয়ে তাতে কিছুটা চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এর পর ওই মিশ্রণে কিছুটা লেবুর রস যোগ করুন। জল, চিনি এবং লেবুর রসের মিশ্রণটি ঠান্ডা করে নিন। মেহন্দি শুকিয়ে এলে এই মিশ্রণ হাতে লাগিয়ে নিন। রং খুব ভাল ভাবে ফুটে উঠবে।

মেহন্দির রং দীর্ঘ দিন টিকিয়ে রাখার আরও একটি ভাল উপায় আছে। সেটি হল লবঙ্গের তেল। হাতের মেহন্দি শুকিয়ে গেলে তার উপর ভাল করে লবঙ্গের তেল মালিশ করে নিন। এতে রং গাঢ় হবে। তা ছাড়া আরও একটি টোটকা আছে। একটি তাওয়ায় কয়েকটি লবঙ্গ নিয়ে অল্প আঁচে গরম করে নিন। লবঙ্গ গরম হয়ে এলে তাওয়া থেকে যখন ধোঁয়া উঠবে, তখন হাতটি ভাল করে সেঁকে নিতে পারেন।

মেহন্দি শুকিয়ে যাওয়ার পর প্লাস্টিক দিয়ে হাত ঢেকে নিন। অন্তত ৬-৭ ঘণ্টা হাতে জল, ময়েশ্চারাইজ়ার বা তেল লাগানো যাবে না।

মেহন্দির রং ফোটাতে সর্ষের তেলও ব্যবহার করেন অনেকে। আগে আলতার রং গাঢ় করতে এই পদ্ধতি প্রয়োগ করতেন মা-ঠাকুমারা। হাতের মেহেন্দি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে সর্ষের তেল ঘষে নিলেও রং অনেক দিন গাঢ় থাকবে।

মেহন্দি শুকোতে কখনওই ড্রায়ার ব্যবহার করবেন না। চেষ্টা করুন মেহন্দি লাগানোর পর অন্তত কয়েক ঘণ্টা হাত সাবান দিয়ে না ধুতে। মেহন্দি পরার আগে স্নান সেরে নিন, যাতে মেহন্দি করার পরে আর হাতে তেমন ভাবে জল লাগাতে না হয়।

মেহন্দি পরার পর সরাসরি সূর্যের আলো লাগাবেন না। এতে রং খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হয়ে যাবে।

আরও একটি বিষয় খেয়াল রাখুন। মেহেন্দি করার আগে দুই হাত ভাল করে ধুয়ে স্ক্রাব করে নিতে পারেন। এতে হাতের মৃত কোষ উঠে যাবে। হাত নরম ও মসৃণ থাকলে, মেহন্দির রংও ভাল করে ফুটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here