সাধারণত বয়স ৬০ পেরোলে মানুষ পেনশন পান। কিন্তু ৪০ পেরোলেও পেতে পারেন পেনশন তা জানেন কি? চলুন আজ সেই বিষয়েই জানা যাক।
সাধারণ মানুষের কথা ভেবে সরকার চালু করেছে ন্যাশনাল পেনশন সিস্টেম। এই পেনশন স্কিমে ৪০ বছরের পরেও করা যাবে আবেদন। এই প্রকল্পে আছে সুযোগ। এই প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ৪০ বছর পেরোলেও তার পর থেকে সঞ্চয় শুরু করা যায় এবং ৬০ বছরের পর থেকে পাওয়া যায় পেনশন।
এই স্কিমে যদি কেউ ৫ লক্ষ টাকা পর্যন্ত জমান, তাহলে অবসরের পরে অর্থাৎ ৬০ পেরোলে পুরো টাকাটাউ কর-মুক্ত ভাবে তুলে নিতে পারবেন।
এর থেকে বেশি টাকা জমালে মোট জমানো টাকার ৬০ শতাংশ পর্যন্ত তুললে কোনো কর দিতে হবে না।
তবে এতে যে অ্যানুইটি ধার্য করা হবে, তার উপর কর প্রযোজ্য হবে। কিন্তু সেই কর গ্রাহকের ট্যাক্স ব্র্যাকেট অনুসারে ধার্য করা হবে। এই পেনশন স্কিমে টাকা রাখলে বার্ষিক ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায়।