সমাজমাধ্যমে ভি়ডিও করে কোটি কোটি অনুরাগীর থেকে ভালবাসা কুড়িয়েছেন বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেই খ্যাতনামী সমাজমাধ্যম প্রভাবীকেই এ বার যেতে হল জেলে। লাইভ-স্ট্রিমিং চলাকালীন এক মহিলার নিতম্বে বাঁশের লাঠি দিয়ে খোঁচা দিতে দেখা যায় তাঁকে। সেই অপরাধে চিনের ওই কনটেন্ট নির্মাতাকে ১০ দিনের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত যুবকের নাম মেং। সমাজমাধ্যমে তিনি কিউ টিয়ান্ডাও নামে অধিক পরিচিত। গত নভেম্বরের শেষের দিকে একটি লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে খাটো স্কার্ট পরা এক মহিলার পোশাক তুলে লাঠি দিয়ে পশ্চাদ্দেশ স্পর্শ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দক্ষিণ চিনের হাইনান প্রদেশে অবস্থিত সানিয়ার একটি রাস্তার ধারে ওই তরুণী চা কিনছিলেন। তিনি বিরক্ত হয়ে মেংয়ের কাছে তাঁর এই অদ্ভুত আচরণের কারণ জানতে চান। উত্তরে ম‌েং মহিলার প্রতি অশালীন মন্তব্য করেন।

লাইভ অনুষ্ঠানে এই ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। অভিযোগের পাহাড় জমে চিনের ‘কুয়াইশোউ’ নামের সমাজমাধ্যমে। নিয়ম লঙ্ঘনের কারণে মেংয়ের অ্যাকাউন্ট ১৫ দিনের জন্য স্থগিত করে দেয় ‘কুয়াইশোউ’।’

মহিলাকে উত্ত্যক্ত ও হয়রানি করার অভিযোগে ৪ ডিসেম্বর পুলিশ মেংকে আটক করে। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি করতে মেং ওই মহিলাকে টাকা দিয়ে নিয়োগ করেছিলেন। পুলিশের দাবি, গোটা বিষয়টি সাজানো হলেও ঘটনাটি সমাজের উপর গভীর প্রভাব ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here