![FotoJet - 2024-12-17T144141.561](https://sportsnscreen.com/wp-content/uploads/2024/12/FotoJet-2024-12-17T144141.561.jpg)
চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অরূপ পাল। আজ(মঙ্গলবার) সকাল সাড়ে এগারোটায় খড়দহের নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অরূপ পালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
একটা সময় আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্স করতেন। পরবর্তীকালে বিভিন্ন সংবাদপত্রে, চ্যানেল ১০ ও আর্টেজ নিউজেও কাজ করেছিলেন। ময়দানে ভদ্র মানুষ হিসেবেই পরিচিত ছিলেন।
কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবের “ইস্টবেঙ্গল সমাচার” পত্রিকায় চাকরি করছিলেন। অরূপ পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ময়দান এবং ক্রীড়া সাংবাদিকমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।