দুরন্ত জয় পেল বাংলা। সন্তোষ ট্রফির প্রি-কোয়ার্টারে তেলেঙ্গানা’কে দুরমুশ করলেন রবি হাঁসদা-নরহরি শ্রেষ্ঠ’রা। সোমবার তেলেঙ্গানা’কে ৩-০ গোলে হারাল সঞ্জয় সেনের ছেলেরা।
দীর্ঘ দিন ধরে বাংলার ফুটবল দল নিয়ে সমালোচনা হয়েছে। একের পর এক টুর্নামেন্ট হারের পর সমর্থকরা কার্যত হাল ছেড়ে দিচ্ছিলেন। গত বছর সন্তোষ ট্রফির মূল পর্বেও যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলা। কোয়ালিফায়ার রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের, সেই নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। তবে চলতি বছর বাংলা দারুণ ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে ভাল পারফরম্যান্স করার পাশাপাশি প্রি কোয়ার্টার ফাইনালেও দুরন্ত মেজাজে রয়েছে বঙ্গতনয়রা।
সোমবার তেলেঙ্গানা’র বিরুদ্ধে ৩-০ গোলে জিতল বাংলা। এ দিন স্কোরশিটে নাম তোলেন রবি হাঁসদা এবং নরহরি। জোড়া গোল করেন নরহরি। আগামী ১৮ ডিসেম্বর রাজস্থানের মুখোমুখি হবে বাংলা। তার পরবর্তী ম্যাচটি হবে মণিপুরের বিরুদ্ধে। সেই ম্যাচটি রয়েছে আগামী ২১ ডিসেম্বর। চলতি পর্বে শেষ ম্যাচ সার্ভিশেসের বিরুদ্ধে আগামী ২৩ ডিসেম্বর।