পাহাড়ঘেরা বিশাল লেকে ধবধবে সাদা রাজহাঁসের মতো ভেসে বেড়াচ্ছে প্রমোদতরী। এই দৃশ্য এবার দেখা যাবে উত্তরাখণ্ডের তেহরি লেকে। ২০২৫ সালের চারধাম যাত্রা এবং সাধারণ পর্যটকদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করছে উত্তরাখণ্ড পর্যটন বিভাগ।

পাহাড়ের কোলে অবস্থিত এই হ্রদটি। পাহাড়ি পাকদণ্ডী আর দিগন্তবিস্তৃত কাচের মতো স্বচ্ছ সবজে-নীল জলরাশির এক অদ্ভুত যুগলবন্দি রয়েছে এখানে। ভাগীরথী নদীর উপর অবস্থিত এই জলাধারটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি। পর্যটনশিল্পে জোয়ার আনতে তেহরি লেকে ক্রুজ শিপ পরিষেবা চালু করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। মনে করা হচ্ছে, এই পরিষেবা শুরু হলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের পথও প্রশস্ত হবে।

তেহরি লেকে রাত্রিবাস করার জন্য বেশ কয়েকটি ভাসমান কটেজও রয়েছে। আগে থেকে বুকিং না করলে জায়গা পাওয়া বেশ ঝক্কির। আশপাশে অবশ্য থাকার ব্যবস্থা রয়েছে। তবে তা সংখ্যায় কম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here