![IMG_20241215_222129](https://sportsnscreen.com/wp-content/uploads/2024/12/IMG_20241215_222129-696x466.jpg)
ভারতীয় সঙ্গীত জগতে আচমকা নামল শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত তবলা বাদক এবং সঙ্গীতশিল্পী উস্তাদ জাকির হোসেন। ১৫ ডিসেম্বর রবিবার ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটাল, যা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সকল শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত তবলাবাদক উস্তাদ আল্লারাখা কুরেশি। বাবার থেকে জাকির পেয়েছিলেন সঙ্গীতের প্রতি আগ্রহ। তাঁর কঠোর প্রশিক্ষণ তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তবলা বাদক হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন উস্তাদ জাকির হোসেন।
পশ্চিমী ক্লাসিক্যাল সঙ্গীত, জ্যাজ এবং বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে তিনি অসংখ্য শিল্পীর সাথে সফলভাবে সহযোগিতা করেছেন, যার মধ্যে জর্জ হ্যারিসন, জন মাকলফলিন এবং রবি শঙ্করের মতো বিশিষ্ট শিল্পী রয়েছেন। তাঁর ‘শক্তি’ নামক যৌথ প্রজেক্ট সংগীতের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল।