সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। মূলত সেটি ছিল একটি ইউটিউব ভিডিও। তাতে বলা হচ্ছিল মহিলাদের স্কুটি কিনতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৬৫ হাজার টাকা ভর্তুকি দেবে। ভিডিওতে বলা হয়েছিল, এই যোজনা প্রথমে উত্তরপ্রদেশ এবং আরও দুই-তিনটি রাজ্যে চালু করা হয়েছিল। তবে এবার সারা দেশে কার্যকর করা হয়েছে ফ্রি স্কুটি যোজনা। সেই ভিডিওর সত্যতা যাচাই করে ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।
ইউটিউবে সরকারি সূচনা নামে একটি চ্যানেলের ভিডিওর থাম্বনেলে বলা হয়েছে সরকার চালু করেছে ফ্রি স্কুটি যোজনা। এই যোজনার মাধ্যমে এবার দেশের সমস্ত নাগরিক স্কুটি কেনার জন্য সরকারের পক্ষ থেকে পাবেন ভর্তুকি। ভিডিওতে ধাপে ধাপে বলাও হয়েছে কীভাবে এই যোজনার জন্য নাম লেখানো যাবে।
ভিডিওতে এও দাবি করা হচ্ছে যে ইতিমধ্যেই দেশের ১১ হাজার মানুষ এই ফ্রি স্কুটি যোজনার সুবিধে পেয়েছেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ এই যোজনায় নাম নথিভুক্ত করাতে পারেন বলেই দাবি করা হয়েছে এই ভিডিয়োতে। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা, সরকার এইরকম স্কুটার কেনার জন্য মহিলাদের কোনো ভর্তুকি দিচ্ছে না।