বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। তিনি জানিয়ে গিয়েছেন তাঁর আত্মহত্যার কারণ স্ত্রী নিকিতা। অতুল হতাশ হয়ে লিখেছিলেন তিনি বিচার পাননি। সোশ্যাল মিডিয়ার সর্বত্র উঠেছে তাই যথাযথ বিচারের দাবি। এই ঘটনায় এবার স্ত্রী নিকিতা সিংহানিয়া আর তাঁর পরিবারের সদস্যদের ডেকে পাঠাল কর্নাটক পুলিশ। তিন দিনের মধ্যে তাঁকে বেঙ্গালুরুর সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
নিকিতা এবং তাঁর পরিবার উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা। অতুল মামলায় অনুসন্ধানের জন্য ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশের একটি দল জৌনপুরে পৌঁছে গিয়েছে। শুক্রবার নিকিতাদের ডেকে পাঠানো হল। কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছে, নিকিতা, তাঁর মা নিশা, ভাই অনুরাগ এবং কাকা সুশীলকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় তিন দিনের মধ্যে হাজির হতে হবে।
কর্মসূত্রে অতুল বেঙ্গালুরুতে থাকতেন। তাঁর বাবা-মা থাকেন বিহারে। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থায় তিনি জেনারেল ম্যানেজার পদে ছিলেন। গত ৯ ডিসেম্বর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ২৪ পাতার সুইসাইড নোট লিখে রেখে আত্মঘাতী হয়েছেন অতুল। মৃত্যুর আগে দেড় ঘণ্টার একটি ভিডিয়োও রেকর্ড করেছিলেন তিনি।