ভারত থেকেই শেখ হাসিনা বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। কিন্তু হাসিনার এই বিবৃতিকে সমর্থন করছে না ভারত। বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং (স্থায়ী) কমিটির মুখোমুখি হয়ে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন বিদেশসচিব বিক্রম মিস্রী।

‘দ্য হিন্দু’তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ঢাকা সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির মুখোমুখি হন মিস্রী। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান যে, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। ‘নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল’ বা সরকারের সঙ্গে নয়।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বাংলাদেশ প্রশ্নে মিস্রীর এই ব্যাখ্যা বিদেশনীতিতে বড় বদলের ইঙ্গিত। কারণ, হাসিনার আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক আগাগোড়াই মজবুত। এই আবহে নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের কথা বলে মিস্রী হাসিনার দলের দিকেই ইঙ্গিত করলেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here