বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি দিকের বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষত দক্ষিণ দিক। বলা হয় এই দিকে শুভ জিনিস রাখলে জীবনে সুখ লেগে থাকে সকলেরই। বলা হয় এই জিনিসগুলি যদি আপনি দক্ষিণ দিকে রাখেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে।

এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা থেকেও আপনি বঞ্চিত হবেন না। তবে এগুলি রাখার সময় আপনাকে অনেক জিনিস মাথায় রাখতে হবে, না হলে আপনার জীবনে নেমে আসবে চরম সমস্যা, জেনে নিন কোন কোন জিনিস বাড়ির দক্ষিণ রাখা শুভ।

ঝাঁটা

হিন্দুধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই ঝাঁটাই শুভ দিকে রাখাই ভালো। ঝাঁটা বাড়িতে থাকলে আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না। সেই সঙ্গে ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। ঝাঁটা সর্বদাই শুইয়ে রাখুন। ঝাঁটার পাশে ভুলেও জুতো রাখবেন না এতে মা লক্ষ্মী কিন্তু রেগে যান।

বিছানা

বাস্তুশাস্ত্র অনুসারে, দক্ষিণ দিকে অত্যন্ত শুভ দিক বলে মনে করা হয়। তাই স্বামী স্ত্রীর বিছানা সর্বদাই দক্ষিণ দিকে রাখা উচিত। এতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল তা কেটে যাবে। সারা জীবন আপনি আপনার স্বামীকে নিয়ে সুখে থাকতে পারবেন। দাম্পত্য জীবনে যে বাধা ছিল তাও কেটে যাবে। পারিবারিক জীবনেও আপনি সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন।

আলমারি

জীবনে উন্নতি করতে অবশ্যই সোনা, রুপো, আলমারি বাড়ির দক্ষিণ দিকে রাখুন। এটি যদি করেন তাহলে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনার জীবনে। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। আপনি বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ, ম্যানিপ্ল্যান্ট লাগাতে পারেন। এতে আপনার আলমারি কখনোই ফাঁকা হবে না। সেই সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধিও বিরাজ করবে। মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। জীবনে পাবেন সফলতাও।

শুভ দিক

দক্ষিণের পাশাপাশি উত্তর দিকও শুভ। তাই যেকোনও শুভ কাজ উত্তর দিকে মুখ করেই করা ভালো। এতে আপনার জীবনে সফলতা আসবে। পশ্চিম দিকে মুখ করে কাজ করা শুভ। তাই আপনি যেকোনও শুভ কাজ এই পশ্চিম বা উত্তর দিকে বসেও করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here