ট্রেনের টিকিট ‘কনফার্মড’ হলে রেল কর্তৃপক্ষ এক বার যাত্রীকে দিন পরিবর্তনের সুযোগ দেন। অনলাইন বা অফলাইন, যে ভাবেই টিকিট কাটুন যাত্রী, এই সুবিধা তিনি পেতে পারেন। এর নিয়ম কী, চলুন জেনে নেওয়া যাক।

যাত্রার ৪৮ ঘণ্টা আগে কাছের কোনও কাউন্টারে টিকিট নিয়ে যান। অবশ্যই সংরক্ষিত টিকিট কাউন্টারে যাবেন। টিকিট নিয়ে সেখানে গিয়ে রেলকর্মীদের দিন পরিবর্তনের অনুরোধ জানাতে পারেন। যে তারিখে চাইছেন, সেই দিনে আসন খালি থাকলে তারিখ বদলানো সম্ভব।

আর যদি তা সম্ভব না হয়, সে ক্ষেত্রে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটতে পারেন।

কনফার্মড এবং আরএসি টিকিটে এই পরিষেবা মিলবে। তৎকাল, ওয়েটিং লিস্টে নাম থাকলে এই পরিষেবা পাওয়া যাবে না।

টিকিট কেটে ফেলার পর যাত্রীর নাম বদল করতে চাইলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত এই পরিষেবা অনলাইন টিকিট কাটলে মিলবে না। সংরক্ষিত টিকিট কাউন্টারে গিয়ে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরাই এই সুবিধা পাবেন।

৩ কিংবা ৪ জনের টিকিট কেটেছেন। সেখান থেকে একটি নাম বাদ দিয়ে নতুন নাম জুড়তে চাইছেন। তবে চাইলে যে কোনও পরিচিতের নাম দিলে হবে না। পারিবারিক সদস্য, যেমন বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, স্বামী কিংবা সন্তানের নাম এ ক্ষেত্রে নতুন করে দেওয়া যাবে।

কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে থেকে ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছে। দলগত সফরে নাম বদলাতে হবে। ওই দলে কারও সঙ্গে নাম বদল করা যেতে পারে।

ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘণ্টা আগে যেখান থেকে টিকিট কেটেছেন বা সংরক্ষিত টিকিট মেলে, এমন অফিস বা কাউন্টারে গিয়ে নাম বদলের লিখিত আবেদন করতে হবে। নতুন যাঁকে সেই তালিকায় রাখতে চাইছেন, তাঁর পরিচয়পত্র প্রয়োজন। তিনি যে পরিবারের সদস্য, তার প্রমাণ দেখাতে হবে। একটি টিকিটে এক বারই সুবিধা মিলবে, বার বার নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here