ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। আগামী বছর ফুটবলের একটি নিয়ম বদলে যেতে চলেছে, যা স্বস্তি দিতে পারে কোচদের। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি আগামী বছরে এই আইন আনতে চলেছে। যদিও তার আগে আইনটি কার্যকরী সমিতিতে পাস করাতে হবে।

কী করেছিলেন আর্তেতা?
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচে আর্তেতা একটি বল ‘সাইডলাইন’ পেরনোর আগেই ধরে ফেলেছিলেন। ইন্টারের মাতেও ডারমিয়ান’কে থ্রো করার সুযোগও দেননি। এই অপরাধের কারণে আর্তেতাকে লাল কার্ড দেখানোর কথা। তবে রেফারি হলুদ কার্ড দেখান। পরবর্তীকালে এই অপরাধের কারণে কোচদের লাল কার্ড না-ও দেখানো হতে পারে।
ফুটবলের নিয়মানুযায়ী, এটি লাল কার্ড দেখানোর মতো অপরাধ। কিন্তু একটি ওয়েবসাইটের দাবি, ভবিষ্যতে যদি এরকম ঘটনার ক্ষেত্রে রেফারি বুঝতে পারেন সংশ্লিষ্ট কোচের একমাত্র উদ্দেশ্য ছিল খেলা দ্রুত চালু করা, তা হলে তিনি লাল কার্ড দেখানো থেকে বিরত থাকতে পারেন।

কারা শাস্তি পেয়েছেন?
এ বছরই ওয়েস্ট হ্যামের কোচ কার্লোস করবিয়ান এবং স্কটিশ ক্লাব কিলমারনকের কোচ ডেরেক ম্যাকইনেস এই অপরাধ করে শাস্তি পেয়েছেন। দু’জনকেই সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল।

নিয়ম কার্যকর
আইএফএবি আগামী বছরের গ্রীষ্মে এই নিয়ম চালু করতে চলেছে। আগামী বছর ১ মার্চ আইএফএবি-র বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই শাস্তি কমানোর বিষয়টি চূড়ান্ত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here