বুধবার রাতে দিল্লি মেট্রোর ব্লু লাইনে মোতিনগর এবং কীর্তিনগর স্টেশনের মধ্যে বিদ্যুতের তার চুরি হয়ে যায়। চোরদের কীর্তিতে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। ফলে বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সিগন্যালের তার খোয়া গিয়েছে। প্রসঙ্গত্,  ব্লু লাইন দিল্লি মেট্রোর গুরুত্বপূর্ণ একটি পথ। দ্বারকা ২১ নম্বর সেক্টর থেকে বৈশালী এবং নয়ডা সিটি সেন্টারকে যুক্ত করেছে এই মেট্রোলাইন।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর তরফে জানানো হয়েছে, এমন এক জায়গায় বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে, যেখানে সিসি ক্যামেরার নজরদারি নেই। সাধারণত মেট্রো স্টেশনগুলিতে সিসি ক্যামেরার নজরদারি থাকে। কিন্তু ঘটনাটি ঘটেছে দুই স্টেশনের মাঝে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায়। ফলে দূরবর্তী সিসি ক্যামেরাতে ওঠা ফুটেজ দেখেও অভিযুক্তদের শনাক্ত করার কোনও উপায় নেই।

দুপুর ১২টা ৪৫ থেকেই বিদ্যুতের নতুন তার বসানোর কাজ শুরু হয়। কাজ হয়তো রাত পর্যন্ত গড়াতে পারে। এই পরিস্থিতিতে সুভাষনগর এবং‌ কীর্তিনগর স্টেশনের মাঝে মেট্রো ধীর এবং নিয়ন্ত্রিত গতিতে চলছে। কর্তৃপক্ষ যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে মেট্রোয় ওঠার পরামর্শ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here