অত্যাচারিত বাংলাদেশিদের পাশে দাঁড়াতে চলেছে ইস্টবেঙ্গল। বেশ কিছু দিন ধরেই ওপার বাংলার সংখ্যালঘু মানুষেরা অত্যাচারিত এবং অবহেলিত হচ্ছেন। এই কুকর্মের বিরুদ্ধে প্রতিবাদের সুর তুলল পদ্মাপাড়ের শতাব্দীপ্রাচীন ক্লাব।
বাংলাদেশে বিপন্ন সংখ্যালঘু ও হিন্দু ধর্মাবলম্বীদের সুরক্ষা কার্যত প্রশ্নের মুখে। দ্রুত এই সমস্যার সমাধান করতে তৎপর ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে তারা। লাল-হলুদ ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার সেখানে জানান, ইস্টবেঙ্গল ক্লাব সবসময় কুকর্মের প্রতিবাদ করে এসেছে। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও চুপ করে থাকা গেল না। তিনি বলেন, “বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের উপর যে রকম অত্যাচার চলছে তার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।” এর সঙ্গে তাঁর সংযুক্তি, “ইস্টবেঙ্গল ক্লাব শুধু কথা বলার জন্য কিছু করে না, পাশেও থাকে। ওপার বাংলাতেও আমাদের অনেক সমর্থক রয়েছে। তাই এই সমস্যার দ্রুত সমাধান না হলে প্রধানমন্ত্রীকেও আমাদের পক্ষ থেকে চিঠি দিয়ে আবেদন জানানো হবে।” কোনও দেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার আগে সে দেশের ফুটবল বোর্ড’কে কোনও চিঠি পাঠানো হয়েছে কিনা তা নিয়েও সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়। উত্তরে দেবব্রত সরকার বলেন, “আমরা পাশে থাকার বার্তা দিচ্ছি। প্রয়োজনে সে দেশের ফুটবল নিয়ামক সংস্থার কাছেও চিঠি পাঠাবো। তারপর তারা যদি আমাদের হস্তক্ষেপ চায় আমরা নিশ্চিতরূপে সাহায্য করার চেষ্টা করব। এটা যেহেতু আন্তর্জাতিক ইস্যু তাই আমরা সরাসরি হস্তক্ষেপ করতে পারব না। সেই কারণেই আমরা আপাতত এই সমস্যাটি দ্রুত সমাধান করার আবেদন জানাচ্ছি।”