আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা না হলেও হাইব্রিড মডেলে হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র চাপে কিছুটা পিছু হটতে হল পাকিস্তান’কে। তাই আসন্ন এই প্রতিযোগিতা যে হাইব্রিড মডেলে হবে, তা কার্যত নিশ্চিত।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু ভারত জানিয়ে দেয়, তারা নিরাপত্তাজনিত কারণে সে দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। আইসিসিকে ভারতীয় বোর্ড ই মেল মারফত তা জানিয়েও দেয়। সেই সঙ্গে এও জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে তাদের খেলতে কোনও সমস্যা নেই। তাতে পাকিস্তানেই অধিকাংশ ম্যাচ হবে। কিন্তু ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, অর্থাৎ অন্য দেশের মাটিতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর প্রধান মহসিন নকভি বারংবার জানাচ্ছিলেন, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি কোনও ভাবে আয়োজন করা যাবে না। দরকারে পাকিস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। চুক্তি অনুযায়ী টুর্নামেন্টের তিন মাস আগে সূচি প্রকাশ হওয়ার কথা। কিন্তু ভারত বনাম পাকিস্তানকে ঘিরে টালমাটাল পরিস্থিতি থাকায়, যা করে উঠতে পারেনি আইসিসি। এই পরিস্থিতিতে আইসিসি জানায়, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি না হলে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে এই টুর্নামেন্ট। তাই চাপের মুখে পড়ে নতিস্বীকার করা ছাড়া রাস্তা নেই পাকিস্তানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here