বিড়ালও নাকি ইংরেজিতে কথা বলছে! অবিশ্বাস্য মনে হলেও একথা সত্যি। সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও। সে বিড়াল কখনও বলছে “নো” আবার কখনও বলছে “লাভ ইউ”। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে নেট নাগরিকরা বেশ আপ্লুত।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিড়াল হাত উঠিয়ে বলছে “হ্যালো”। আবার কখনও দেখা যাচ্ছে, একটি বস্তুর উপর বিড়াল ঝুলছে আর বিড়ালের মালিক জিজ্ঞাসা করছে সে কি আটকে পড়েছে? উত্তরে বিড়ালটি ইংলিশে বলে আই এম। অর্থাৎ সে সত্যিই আটকে পড়েছে।
ওই একই ভিডিওতে, একটি বিড়ালকে কেলি বলে ডাকেন এক যুবতী, বিড়ালটি উত্তর দেয় “হোয়াট”। আর এমন বলতে দেখে কেলির মালিকও রীতিমতো অবাক হয়ে যান। আবার দেখা যায়, একটি মেয়ে তার পোষ্য বিড়ালকে বলছে “আই লাভ ইউ”। প্রত্যুত্তরে ওই বিড়ালটিও বলে “লাভ ইউ”।
ভিডিওটি পোস্ট করা হয়েছে “পোস্টস অফ ক্যাটস” নামক এক্স হ্যান্ডেল (X Handle) অ্যাকাউন্ট থেকে। পোস্ট করা ক্যাপশনের লেখা, “আপনি কি জানেন বিড়ালরা ইংরেজিতে কথা বলতে পারে?” সাথে ছিল হাসির ইমোজি।