শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের নাম তো সবাই জানেন, গিয়েছেনও তো অনেকেই। কিন্তু জানেন কি শ্যামবাজার নামকরণ কার নামে হল? কে এই শ্যাম? উত্তর খুঁজতে গিয়ে একাধিক মত ও তত্ত্ব উঠে এসেছে।

ইভান কটনের লেখা ‘ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ’ বইয়ের মত অনুযায়ী, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে, পলাশির যুদ্ধের কিছু আগে কলকাতায় বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা ফেঁদে বসেছিলেন। তাঁদেরই একজন শোভারাম বসাক।

শোভাবাজার অঞ্চলটির নাম নাকি তাঁর নামানুসারেই। শোভারামের বাড়ির কুলদেবতা ছিলেন শ্যাম রাই বা শ্যামচাঁদ। আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধাবশেই তিনি এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার। দেবতার নিত্যপূজার জলের জন্য পুকুরও খনন করিয়েছিলেন তিনি। আজ সেটাই শ্যামপুকুর নামে পরিচিত।

আরও দু’টি মত রয়েছে শ্যামাচরণ মুখোপাধ্যায় ও শ্যামাচরণ বল্লভকে নিয়ে। শ্যামাচরণ ছিলেন জমিদার। কোম্পানির খাতায় যে বিরাট বাজারের উল্লেখ পাওয়া যায়, তার মালিক ছিলেন তিনি। লোকমুখে সেই শ্যামাচরণবাবুর বাজারই হয়ে যায় শ্যামবাজার। আবার পাটের ব্যবসায়ী শ্যামাচরণ বল্লভকে মানুষ ‘জুট লর্ড’ বলত। দুর্ভিক্ষের সময় তিনি দুঃস্থদের পাশে দাঁড়িয়ে, ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। বলা হয় তাঁর নাম থেকেই শ্যামবাজারের নামকরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here