শীতের সব থেকে পরিচিত সমস্যা হল ঠোঁট ফাটা। জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই ঠোঁটের চামড়া উঠতে শুরু করেছে। লিপবাম, পেট্রোলিয়াম জেলি ব্যবহারে ত্বকে মসৃণতা আসে। কিন্তু তা সাময়িক। গোটা শীতকাল কোমল ঠোঁট চাইলে, ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। ঠোঁটে সাধারণ কোনও বাম না লাগিয়ে তাতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ লাগানো জরুরি। তাতে দাগ দূর হবে। সঙ্গে যাবে ঠোঁটের শুষ্ক ভাব। বাজারচলতি লিপবামের বদলে বাড়িতেই তৈরি করে নিন। কী ভাবে বানাবেন?

প্রথমেই উপকরণগুলি জোগাড় করে নিন। তেমন কঠিন কিছুর প্রয়োজন নেই। দু’টি স্ট্রবেরি। এক চামচ জেলাটিন। আর দু’চামচ নারকেল তেল লাগবে। আর প্রয়োজন ৩-৪ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল।

পদ্ধতি:

মাইক্রোওয়েভ অভেনে নারকেল তেল গরম করুন। তার মধ্যে স্ট্রবিরি দু’টি থেঁতো করে দিন। মিশিয়ে দিন জেলাটিন। সব ক’টি উপকরণ ভাল ভাবে মিশিয়ে আবার গরম করুন। যাতে জেলাটিন গলে যায়। তার পর তাতে কয়েক ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল ফেলে দিন। রোজ রাতে ঘুমতে যাওয়ার আগে এই লিপ বাম ব্যবহার করুন। শীতেও ঠোঁটের গোলাপি ভাব বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here