গত ৯ অগস্ট নির্মম ভাবে খুন হয়েছেন আরজি করের তরুণী চিকিৎসক। তারপর থেকে কত আদোলন, কত বিদ্রোহ দেখেছে কলকাতা। রবিবার ছিল সেই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার ১০০ গ্রাম। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন নিহত চিকিৎসকের মা।
তিনি বলেন, “প্রতিটা মুহূর্ত আর কী ১০০ দিন, ৯৯ দিন, এসব না। প্রতিটা সেকেন্ড আমি গুনে গুনে চলছি। আশা রাখছি বিচারের। এখন এত যন্ত্রণা, এত কষ্টে রয়েছি, যে সেটা বলে বোঝানো যাবে না। নিহত চিকিৎসকের বাবার কথায়, আশা করছি বিচার। এত লোকের চাওয়া কোনওদিন ব্যর্থ যাবে না এবং যেটুকু বুঝতে পারছি, CBI-ও চেষ্টা করছে, আশা করছি একটা ভাল কিছু পাব এবং বিচারব্যবস্থার উপরে তো আস্থা রাখতেই হবে, রাখছি। ১০০ দিনটা ঠিক আমাদের কাছে বড় বিষয় না, ভাল করে তদন্ত হোক এবং যেন বিচারটা পাই। এটাই আমাদের কাছে আশা।”
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এখনও পর্যন্ত শুধুমাত্র মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে শুনানি।
দোষীদের কড়া শাস্তি চেয়ে নিহত চিকিৎসকের মা বলেন, “সে তো একটা সরকারি হাসপাতালে ছিল, সুরক্ষিত জায়গায় ছিল। আমি তো স্বপ্নেও ভাবিনি, এই দায় তো কোনওভাবেই রাজ্য সরকার এড়াতে পারে না। কারণ এটা প্রাতিষ্ঠানিক খুন। তাকে পরিকল্পনামাফিক মারা হয়েছে। কিছুদিন আগে, রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল তার, তখন সে কত মা মা করে কেঁদেছিল। আর এই চরম যন্ত্রণার সময়, সে যে কত মা মা করে চিৎকার করেছে, আমি তার কাছেও যেতে পারিনি, কিছু করতেও পারিনি। আমি তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। এই সমাজব্যবস্থার জন্যই আজকে আমার মেয়েটা বলি হয়েছে। এটা রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কিছুতেই তাদের দায় এড়াতে পারে না এবং আমি বিচার চাই সেই প্রশাসনিক ব্যবস্থার উপরে।”