মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও পুরুষ দর্জি। শুধু তা-ই নয়, সেলুনে কোনও পুরুষ কর্মী মহিলার চুলও কাটতে পারবেন না। এমনই প্রস্তাব দিল উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন।

জানা গিয়েছে মহিলাদের সঙ্গে বেড়ে চলা নানা অন্যায় এবং হেনস্থা থেকে তাঁদের রক্ষা করতেি এই ব্যবস্থা। এই নিয়ে গত ২৮ অক্টোবর মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠক হয়। সেখানেই এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘গত ২৮ অক্টোবর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে যে, মহিলাদের পোশাকের মাপ একমাত্র মহিলা দর্জিই নেবেন। শুধু তা-ই নয়, সিসিটিভি ক্যামেরাও লাগাতে হবে।

আগরওয়াল আরও বলেন, ‘‘সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধু মহিলা কর্মীরাই পরিষেবা দেবেন। কোনও পুরুষ কর্মীকে সেই পরিষেবায় নিযুক্ত করা যাবে না। এই প্রস্তাবও রাখা হয়েছে। তাতে সায় দিয়েছেন সকলেই।

গোটা বিষয়টিই এখন প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলেও জানিয়েছেন মহিলা কমিশনের এই সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here