দেশে প্রথম জলের তলায় মেট্রো চলেছিল হাওড়া ও কলকাতার মধ্যে। সেই মেট্রোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসপ্ল্যানেড থেকে হওড়া ময়দান পর্যন্ত চলাচল শুরু হয়েছিল মেট্রোর। তবে
এখানেই শেষ নয়। গঙ্গার তলায় আরও একটি সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখান দিয়ে ছুটবে ট্রাক। তেমনই পরিকল্পনা কেন্দ্র সরকারের।
কেন্দ্রীয় সরকার চাইছে গঙ্গার নীচ দিয়ে কলকাতা থেকে হওড়া পর্যন্ত পণ্যবাহী ট্রাক চালাতে। তাহলে কলকাতা ও হাওড়ার মধ্যে যানজট অনেকটা কমবে বলে আশা।
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর আগামী বছর এই প্রকল্পের কাজ শুরু হতে পরে। এই বিষয় রাজ্যের সঙ্গে প্রাথমিক পর্বের কথাবর্তা হয়েছে বলেও কেন্দ্র সূত্রের খবর। কবে শেষ হবে তা এখনও বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর গতিশক্তি প্রকল্পের অধীনে তৈরি হবে সুড়ঙ্গ।
কলকাতার মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত সুড়ঙ্গ তৈরির পরিকল্পা করা হয়েছে। ২০২২ সালে এই পরিকল্পনা করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার কাজও শেষ হয়ে রিপোর্টও জমা পড়েছে। জানা গিয়েছে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গপথ।