ক্রীড়াপ্রেমীদের জন্য বড় খবর। অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। আর এই আবেদন নিয়েই ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার কাছে চিঠি পাঠাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন।
২০৩৬ সালে শুধু অলিম্পিক্স নয়, সেই সঙ্গে প্যারালিম্পিক্সও আয়োজন করতে চায় ভারত। উল্লেখ্য স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ‘দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।’ আর সেই স্বপ্নপূরণের দিকেই আরও এগিয়ে গেল ভারত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দেশের মাটিতে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মতোই এবার বিরাট পদক্ষেপ নেওয়া হল। তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে তা কিন্তু নয়। কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলি।