পশুপালন করতে তো অনেকেই ভালবাসেন। কিন্তু হিন্দু ধর্মে কোন কোন পশু পালন ভাল জানেন? চলুন, আজ এই বিষয়েই জেনে নেওয়া যাক।
বলা হয় হিন্দুধর্মে গোপালন করা অত্যন্ত ভাল। গরু গৃহে সমৃদ্ধি আনে।
ষাঁড়ও ওনেকে পালন করেন। ষাঁড় হিন্দু ধর্মে শিবের সঙ্গে সম্পর্কিত। তাই ষাঁড়ের পুজোর সনাতন ধর্মে বিশেশ মাহাত্ম্য রয়েছে।
হাতিকে হিন্দুধর্মে শ্রী গণেশের রূপ বলে মনে করা হয়। সমুদ্রমন্থনের সময় যে চতুর্থ রত্ন উঠেছিল তা হল ঐরাবত।
হিন্দু ধর্মে নাগপুজোরও অতীব গুরুত্ব রয়েছে। যদিও সচরাচর সাপ কেউ পোষে না।
কুকুরকে কালভৈরবের প্রিয় বলে মনে করা হয়। তাই যে বাড়িতে পোষ্য হিসাবে কুকুর থাকে সেখানে নেতিবাচক শক্তি আসতে পারে না।
হিন্দু ধর্মে বানর পালনও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বানরকে মহাবলী হনুমানের রূপ বলে মনে করা হয়।
গৃহে অশ্বপালন আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত ভাল বলে মনে করা হয়।
ভগবান গণেশের বাহন হল ইঁদুর। তাই হিন্দু ধর্মে ইঁদুরেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে।