কথায় বলে, জলই জীবন। বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি উপাদান হল জল। সাধারনত অধিকাংশ লোকেরাই জল রাখার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়। এটাই হল প্রধান সমস্যা, কারণ প্লাস্টিকের বোতল থেকে জলপান করা অত্যন্ত ক্ষতিকারক।

আদতে প্লাস্টিক হল সহজলভ্য। এর থেকে বোতল তৈরি করলে যেমন কম দামের হয় তেমনই টেকসইও হয়। কিন্তু স্বাস্থ্যের সঙ্গে আপোস করা উচিৎ নয়। জেনে নেওয়া যাক দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খাওয়া হয় তবে কী কী সমস্যা দেখা দেয়-

১) কমে যায় ইমিউনিটি

প্লাস্টিকের বোতলে জলপান করলে কমতে পারে ইমিউনিটি। এক্ষেত্রে প্লাস্টিকের ছোট ছোট কণা জলের সঙ্গে শরীরে প্রবেশ করে। এই কণা দেহের অন্দরে বিভিন্ন সমস্যা তৈরি করে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েকগুণ কমে যায়। আর ইমিউনিটি একবার কমে গেলে বিভিন্ন সংক্রামক অসুখ ঘাড়ে চেপে বসে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে, ভাইরাস-ব্যাকটেরিয়ার করাল গ্রাস থেকে বাঁচতে আজই প্লাস্টিকের বোতলে জলপান ছাড়ুন।

২) লিভার ক্যান্সার

প্লাস্টিকের মধ্যে প্যাথেলেটোস নামক এক প্রকার মারাত্মক উপাদান থাকে। যা লিভারে ক্যান্সারের সম্ভবনা বাড়িয়ে তোলে। এছাড়াও প্যাথেলেটোস রাসায়নিক পুরুষ দেহে স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়।

৩) ব্রেস্ট ক্যান্সার

সুর্য রশ্মির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়ার ফলে দায়াক্সিন নামক এক ধরনের রাস্যনিক উৎপন্ন হয় যা ব্রেস্ট ক্যান্সারের ঝুকি বাড়িয়ে তোলে।

বিকল্প কী?

প্লাস্টিকে আরও নানা বিকল্প রয়েছে বাজারে যেমন- তামার বোতল, কাচের বোতল ব্যবহার করুন। এতে স্বাস্থ্য ও পকেট দুইই বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here