অনেকেই নিয়মিত সুগন্ধি ব্যবহার করেন। এতে মন ফুরে ফুরে থাকে। মূলত অ্যালকোহলের সঙ্গে নানা রাসায়নিক মিশিয়ে এই পারফিউম তৈরি করা হয়। সেই সুগন্ধি নিয়ে সোজা ত্বকে ঢেলে দেন অনেকেই। তবে এই অভ্যাস কি আদৌ ভাল? বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস আদৌ ভাল নয়। এতে নানা ধরনের সংক্রমণের হতে পারে। সরাসরি ত্বকে পারফিউম ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে জানেন?

১। পারফিউমে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। ত্বক শুষ্ক হয়ে যায়। এমনকি এতে থাকা নিউরোটক্সিনগুলি স্নায়ুতন্ত্রগুলিকে প্রভাবিত করতে পারে।

২। নিয়মিত ত্বকে পারফিউম ব্যবহার করলে ত্বকে ঘা হতে পারে, বিশেষ করে যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

৩। ত্বকের যে যায়গায় নিয়মিত সুগন্ধি ব্যবহার করা হয়, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সুগন্ধিতে থাকা রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। যা ত্বকের ক্যানসারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।

৪। অনেক পারফিউমে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোলের মতো নানা যৌগ থাকে। যা অতিরিক্ত শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।

৫। শ্বাস যন্ত্রের ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই এই ধরনের যৌগের প্রভাবে অ্যালার্জি হতে পারে। ফলে শ্বাসক কষ্টের সমস্যা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here