এগিয়ে আসছে আইপিএল ২০২৫-এর দিনক্ষণ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে মেগা নিলামের আসর বসবে। তাই এখন থেকেই সেই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে চলতি বছর আইপিএল-এর নিলামে বড়সড় বদল হতে পারে। শোনা যাচ্ছে, আসন্ন আইপিএল নিলামের আগে শ্রেয়স আইয়ার’কে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

নিয়ম অনুযায়ী, আগামী ৩১ অক্টোবরের মধ্যে দলগুলিকে তাদের রিটেনশন প্লেয়ারদের তালিকা জানিয়ে দিতে হবে। বিসিসিআই(BCCI) জানিয়েছে, এক একটি ফ্রাঞ্চাইজি সর্বাধিক ৬ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। এ দিকে প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিদের ক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে ৫ জন প্লেয়ার এবং আনক্যাপড প্লেয়ার ধরে রাখার সর্বাধিক সংখ্যা ২ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ রয়েছে। অধিনায়ক হিসাবে আইপিএল জিতেছেন শ্রেয়স আইয়ার। কিন্তু তাঁকেই ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস’ও ছেড়ে দিতে পারে ঋষভ পন্থ’কে। সে ক্ষেত্রে আসন্ন আইপিএল’এ দিল্লির দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকা হতে পারে কেকেআর তারকাকে। একই রকম ভাবে পন্থ’কে দেখা যেতে পারে নাইট বাহিনীর সঙ্গে। উল্লেখ্য, রিকি পন্টিং’কে কোচের পদ থেকে সরানো হয়েছে। তিনি যোগ দিয়েছেন পঞ্জাব কিংসে। সেখানেও অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে শ্রেয়স’কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here