দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কেটে গিয়েছে। এখন চারদিকে কালীপুজোর ব্যস্ততা। কালীপুজোর দুদিন আগেই আসে ধনতেরাস, তার পরে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। তার পরে পড়ে অমাবস্যা। শুরু হয় মা কালীর আরাধনা। তাই কালীপুজোর লগ্নে জেনে নেওয়া যাক, কবে কখন কোন তিথি?
কালীপুজোর দুদিন আগে ২৯ অক্টোবর রয়েছে ধনতেরাস। এদিন ধনলক্ষ্মীর কৃপা বর্ষিত হয়।
এর পরের দিন ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর তিথি ৩০ অক্টোবর বুধবার দুপুর ১ টা ১৫ মিনিটে শুরু হচ্ছে, তিথি শেষ হচ্ছে ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ৩.৫২ মিনিটে।
ভূত চতুর্দশীর দিন চৌদ্দ শাক খাওয়া নিয়ম। এছাড়া পূর্বপুরুষদের উদ্দেশ্যে সন্ধ্যায় সব বাড়িতে দেওয়া হয় ১৮ প্রদীপ।
এর পরদিন ৩১ অক্টোবর পড়ছে কালীপুজোর অমাবস্যা। এদিন দুপুর ৩ টে ০৭ মিনিট নাগাদ অমাবস্যা পড়ছে। অমাবস্যা শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট নাগাদ। ভিন্ন মতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা, পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তা শেষ হবে।
কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে শুরু, তা থাকছে পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত।
কালীপুজোর পরেই হয় ভাইফোঁটা। এ বছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর, রবিবার। এদিন এই আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি দীপাবলির।