ইদানিং সময়ে মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনা যেন বেড়েই চলেছে। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ চাঁদনি চক স্টেশনের মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করলেন এক মহিলা। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক পরিষেবা।

জানা গিয়েছে সাত বছরের মেয়েকে পার্কস্ট্রিটের স্কুল থেকে নিয়ে মেট্রোয় ওঠেন ওই মহিলা। তারপর চাঁদনি চকে নেমে যান। সেখানেই অপেক্ষা করছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে কয়েক জন পরিচিতও ছিলেন। আচমকায় প্ল্যাটফর্মে দক্ষিণেশ্বরগামী মেট্রো ঢুকতেই মহিলা লাইনে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কিন্তু লাইনে আটকে থাকেন ওই মহিলা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করে মহিলাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল ব্যাহত হয়। ময়দান থেকে কবি সুভাষ এবং গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছিল। অফিস টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনার এক ঘণ্টা পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here