মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ (৭ অগস্ট) দুপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। রোহিত শর্মা’র নেতৃত্বাধীন দল প্রথম ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ করার পর দ্বিতীয় ম্যাচটিতে ৩২ রানে হার হজম করে। ওয়ানডে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ব্লু-ব্রিগেড। এ দিন মাঠে নামার আগে লজ্জার নজিরের সামনে দাঁড়িয়ে ভারত।

২৭ বছর আগে অর্থাৎ ১৯৯৭ সালে শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ১-১ ফলাফলে ড্র করেছিল ভারতীয় দল। সে বার দেশের মাটিতে এমন হতাশার ফলাফল করেছিল তারা। এবার বিপক্ষের মাঠেও এমন নজির গড়তে চলেছে ভারত। এ দিন শ্রীলঙ্কা’কে হারালেও ১-১ ফলাফল হবে টিম ইন্ডিয়ার। যা নিরাশ করতে পারে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

অন্যদিকে, ১৯৯৭ সালে ভারতীয় দলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল এশিয়ার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র। অর্থাৎ আজকের ম্যাচটি ভারতীয় দল হারলে ২৭ বছর পর লজ্জার নজির গড়বে টিম ইন্ডিয়া। যা নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীরের জন্যও কুশল সংবাদ নয়।

দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারত:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ।

শ্রীলংকা:

পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ডুনিথ ওয়েললাগে, জেফরি ভ্যান্ডারসে, আকিলা দানঞ্জয়া, অসিথা ফার্নান্দো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here