আজকাল প্রায়ই শোনা যায়, কেউ একজন লটারিতে এক কোটি টাকা জিতেছেন। জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়!
১৯৬১ সাল থেকে আয়কর আইন চালু হয়। লটারিতে টাকা পেলেও কর দিতে হয় সরকারকে।
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়। ১০ হাজার টাকার বেশি পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
লটারির টিকিটে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। এখনও পর্যন্ত বহু মানুষই লটারিতে টাকা জিতেছেন। তবে লটারির টিকিট কাটা যেন নেশায় পরিণত না হয় সেটা মাথায় রাখবেন।