পিতৃ দোষ থেকে মুক্তি পেতে, পিতৃপক্ষের ১৬ দিনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পিতৃপক্ষ মূলত শুরু হয় ভাদ্রপদ পূর্ণিমা থেকে, চলে আশ্বিন অমাবস্যা পর্যন্ত। এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর, শেষ হবে ২ অক্টোবর।

বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময়, মৃত পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন। আত্মীয়দের সঙ্গে দেখা করেন। পিতৃপক্ষের সময় পরিবার যাই হোক না কেন, পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং তাঁদের ঋণ পরিশোধিত হয়।

তবে এবারের পিতৃপক্ষ শুভ নয় বলেই মনে করা হচ্ছে। এর কারণ হচ্ছে, এ বছর পিতৃপক্ষের শুরু ও শেষে গ্রহণের ছায়া থাকবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভাদ্রপদ পূর্ণিমায়, পিতৃপক্ষের প্রথম দিনে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ঘটবে। তবে ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয়। এর পরে আসবে বছরের শেষ সূর্যগ্রহণ। সেটি ২ অক্টোবর আশ্বিন অমাবস্যায় ঘটবে। সূর্যগ্রহণও ভারতে দৃশ্যমান হবে না। উভয় গ্রহন ভারতে দৃশ্যমান হয় বলে সূতক বৈধ হবে না।

কিন্তু হিন্দু ধর্মে সূর্যগ্রহণের ঘটনাকে শুভ বলে মনে করা হয় না। একইসঙ্গে, যখন ১৫ দিনের ব্যবধানে দুটি গ্রহণ ঘটে, তখন তা আরও অশুভ বলে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের প্রথম ও শেষ দিনে পিতৃপুরুষের তর্পণ বা পিণ্ডদান করার সময় আপনাকে বিশেষ যত্নবান হতে হবে।

পিতৃপক্ষের প্রথম দিনে মোক্ষকাল শেষ হলেই প্রতিপদে তর্পণ শুরু করুন। শেষ দিনে, রাতে সূর্যগ্রহণ ঘটবে। ফলে দিনে পিতৃপক্ষ সম্পর্কিত আচারগুলি সম্পন্ন করা যাবে। এমন অবস্থায় পিতৃপক্ষের উপর সূর্যগ্রহণের কোনও প্রভাব পড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here