জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়। ইনি মানুষকে কর্ম বুঝে ফল দিয়ে থাকেন। আর অন্যান্য গ্রহের মত এনার স্থান পরিবর্তনই বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। গত ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল শনি। তারপর ওই রাশিতেই বক্রি হয়েছিলেন। তারপর ১২ জুলাই মকর রাশিতে প্রবেশ করেন বক্রি শনি। আগামী ১৭-১৮ জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। সেখানেই থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত। এর প্রভাব রাশিচক্রে পড়লেও বিশেষভাবে লাভবান হবেন এই রাশির জাতকরা। দেখে নিন-

মকর- প্রযুক্তিগত কাজে রুচি বাড়বে। জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে। বিয়ে পাকা হতে পারে। সময়ের মধ্যে পরিকল্পনা পূর্ণ করবেন। ব্যবসায় নতুন অংশীদার পেতে পারেন। ধর্মীয় যাত্রার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি- চলতি বছরের ২৯ এপ্রিল থেকে মীন রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি শুরু হয়েছে। ২০২৫ সালের ২৯ মার্চ থেকে কিছুটা রেহাই পাবেন মীন রাশির জাতকরা। কারণ সেইসময় শনির রাশি পরিবর্তন হবে। তবে ২০৩০ সালের ১৭ এপ্রিল পর্যন্ত তাঁদের উপর শনির সাড়েসাতির প্রভাব থাকবে।

কুম্ভ রাশি- আপনার রাশিতেই ২০২৫ সাল পর্যন্ত থাকবেন শনি। সেই পরিস্থিতিতে আপনার জীবনে উত্থান-পতন হবে। তারপর পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। ২০২৮ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শনির প্রকোপ থাকবে। তারপর শনির প্রকোপ থেকে মুক্ত পাবেন কুম্ভ রাশির জাতকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here