প্রতিবছর জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই বিশেষ দিনটি পালিত হয়। এসময় যে ব্যক্তি রাধারানির পুজো করেন, তার জীবনে সফলতা লেগেই থাকে।

কোনও কাজে তিনি পিছিয়ে পরেন না। ভাগ্যের দ্বার খোলা থাকে। রাধাষ্টমীর দিন আপনি যদি রাধারানিকে খুশি করতে চান, তাহলে অবশ্যই ভোগ নিবেদন করবেন । ভোগ নিবেদন করার পাশাপাশি এগুলি নিবেদন করলে তার কৃপা আপনার উপর লেগে থাকবে।

কবে পরেছে রাধাষ্টমী

রাধাষ্টমীতে কোন কোন জিনিস নিবেদনে তিনি খুব খুশি হন, জানেন। প্রতিবছর রাধার জন্মবার্ষিকী উপলক্ষে রাধাষ্টমী পালন করা হয়। চলতি বছর ১০ সেপ্টেম্বর পরেছে রাধাষ্টমী। পুজোর শুভ সময় শুরু হবে ১১ টা ১০ মিনিট থেকে।

গোলাপ ফুল

যদি আপনি রাধারানিকে খুশি করতে চান তাহলে অবশ্যই রাধাষ্টমীর দিন একটি গোলাপ ফুল নিবেদন করবেন। এতে আপনাদের বাড়িতে কারোর যদি কোনও সমস্যা থাকে, সেই সমস্যাও দূর হবে । এমনকি তার কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

কৃষ্ণের পুজো করবেন

রাধারানির পুজোর দিন কিন্তু শুধু রাধার পুজো করবেন না। কৃষ্ণের পুজোও করবেন। তবেই কিন্তু আপনি রাধার বিশেষ কৃপা পাবেন আপনি। কোনও কাজেই আপনি পিছিয়ে পরবেন না।

কালো তিল

রাধাষ্টমীতে রাধাকে আগে কালো তিল দান করুন। তারপর সেই কালো তিল কোনও দারিদ্র ব্যক্তিকে দান করে দিন। এতে রাধারানির কৃপায় আপনার জীবনে সফলতা লেগে থাকবে। এমন কি আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজও হয়ে যাবে।

হলুদ বা লাল রঙের পোশাক

রাধারানিকে রাধাষ্টমীর দিন হলুদ বা লাল রঙের পোশাক পরাবেন। এতে তিনি খুব খুশি হন। কারণ এই দুটি রঙ খুব পছন্দ করেন রাধারানি। তাই এই রঙের মালাও আপনিও পরাতে পারেন।

ক্ষীর

রাধাষ্টমীর দিন রাধারানিকে অবশ্যই ক্ষীর নিবেদন করার চেষ্টা করুন। কারণ রাধারানি ক্ষীর খেতে খুব পছন্দ করেন। যদি পারেন ক্ষীর আপনি বাড়িতেই তৈরি করে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here