দিনের শুরুটা ভাল হলে সারা দিনটাই ভাল যায়। তাই নিঃসন্দেহে ভোরবেলা অতীব গুরুত্বপূর্ণ সময়। সংসারে সুখ শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র বিবিধ টিপস দেয়। বাস্তুর সামান্য ভুলে সংসার ছাড়খার হয়ে গিয়েছে এমন নজিরও রয়েছে। তাই বাস্তুতে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে উঠেই ঘরের মূল প্রবেশ পথ পরিষ্কার করুন। এরপর দরজার দুই পাশে একটু করে জল ঢেলে দিন।
ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। রোজ সকালে বাড়ির কর্তা বা বড় ছেলের বাড়ির মূল দরজার দু-পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা জরুরি। এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
লক্ষ্মী পুজোর দিন তো চালুগুঁড়ো দিয়ে আলপনা আঁকতেই হবে। এভাবে মা লক্ষ্মীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রতিদিন সকালেই ঘরের বাইরে দরজার দু-পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন।
প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গাজল বাইরের দরজায় ছিটিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে, সুখ ও শান্তি বিরাজ করবে।
রোজ সন্ধ্যাবেলা দরজার বাইরে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতেই বাস করবেন মা লক্ষ্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here