আজ ২৬ অগস্ট, সোমবার শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। আজ প্রায় প্রত‌্যেক ঘরে ঘরে গোপালের জন্মতিথি পালন করা হয়ে থাকে। এটি একটি পবিত্র দিন। এদিন গোপাল পুজোর পাশাপাশি তার পছন্দের সমস্ত ভোগ নিবেদন করা হয়। তবে শাস্ত্রমতে, বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে এই দিন আপনি শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করতে পারবেন।

কী কী টোটকা মেনে চলবেন?

১) আপনি ক্ষীর, মাখন বিভিন্ন ধরনের মিষ্টি নিহেদনের পাশাপাশি জন্মাষ্টমীর ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন।

২) যদি সম্ভব হয়, এই দিন সকাল থেকে উপবাস রেখে, সন্ধ্যাবেলা গোপালের পুজো করে তার পর আহার গ্রহণ করুন।

৩) বাড়িতে গোপালের ছোট দোলনা থাকলে, এই দিন অবশ্যই গোপালকে দোলনায় চড়াবেন। সঙ্গে তুলসী পাতার মালা পরানো খুবই শুভ।

৪) এদিন গোপালকে কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি দিয়ে গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণকে অভিষেক করান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here