দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। চলতি বছর কলকাতা লিগে বেশ খানিকটা ভাল ছন্দে দেখা যাচ্ছে বিনো জর্জের দলকে। রবিবারও তার ব্যতিক্রম হল না। পিয়ারলেস’কে ২-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই করতে দেখা যায় দুই দলকে। ১০ মিনিটের মাথায় ডনলাডের ভাসানো বল বক্সের ভিতর অমর নাথ বাস্কে পেলেও তিনি গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে ১২ মিনিটের মাথায় আমন সিকে’র ডান পায়ের শট পোস্টে লেগে প্রতিহত হয়। এ দিন শুরুর দিকে খুব একটা ছন্দে দেখা না গেলেও ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ছন্দে ফেরে ইস্টবেঙ্গল। ১৭ মিনিটে গোলরক্ষক আদিত্য পাত্র একটি দুরন্ত সেভ করেন। বাস্কের মারা বলটিকে ডান দিকে শরীর ছুঁড়ে আটকে দেন তিনি। ২৭ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। আমন সিকে’র হেড গোলে প্রবেশ করে যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বলটি রুখে দেন পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয় কুমার ভট্টাচার্য। এই সুবাদে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোল করতে পারেনি দুই দল।

৭৮ মিনিটের মাথায় জেসিন টিকে’র পাস থেকে দুরন্ত গোল করেন সায়ন বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত হিসাবে নামা মহম্মদ আশিক(১-০)। এরপর ৮৪ মিনিটে অবিনাশের পাস থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন জেসিন, দুই গোলে এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে ব্যবধান কমান চাইনে। এই সুবাদে ২-১ গোলের ব্যবধানে জেতে ইস্টবেঙ্গল। এ দিন জয়ের ফলে ভবানীপুর এফসি’কে নামিয়ে গ্রুপের প্রথম স্থানে পৌঁছে গেল লাল-হলুদ। বর্তমানে তাদের পয়েন্ট ১১ ম্যাচে ৩১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here