আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সারা দেশ তো বটেই, বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ, আন্দোলন। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরাও এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে মিছিল বের করছে। মিছিল বের করার অপরাধে শিক্ষা দফতরের শোকজ নোটিস পেল হাওড়া জেলার তিনটি স্কুল। জেলা স্কুল পরিদর্শকের পাঠানো ওই চিঠিতে তিনটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ, পঠনপাঠনের সময় কচিকাঁচাদের নিয়ে মিছিল সংগঠিত হয়েছে।

শোকজ নোটিস পেয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে। তাতে প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়ারা ছিলেন। শুক্রবার বিকেলে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল হয়েছে হাওড়ার। তার মধ্যে হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় মিছিলে যোগ দেয় বলে জানিয়েছে শিক্ষা দিফতর। এই তিন স্কুলের প্রধানশিক্ষককে পাঠানো নোটিসে বলা হয়েছে, কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা মিছিলে অংশ নিয়েছেন, কেন স্কুলে এমন কর্মকাণ্ড হবে, ২৪ ঘন্টার মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে।

এই নোটিস সামনে আসতেই রাজ্য সরকার তথা শাসকদলকে ধুয়ে দিচ্ছে বিরোধীরা। বিজেপি, সিপিএমের দাবি, আরজি কর-কাণ্ডে চাপে পড়েছে রাজ্য, তাই এমন উদ্ভট কাজকর্ম করছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here