আজকাল কার দিনে প্রায় সকলের বাড়িতেই রয়েছে ফ্রিজ। নিত্যাদিনের জন্য খুবই দরকারী। বিশেষ করে এই গরমকালে ঠান্ডা জল খেয়ে আরাম পান সকলেই। কিন্তু সংসারের মঙ্গল চাইলে বাস্তুর সঠিক নিয়ম মেনে ঘরে রেফ্রিজারেটর রাখা খুব জরুরি। কারণ, রেফ্রিজারেটর থেকে সারা ক্ষণ একটা কম্পন বার হয়। দেখে নিন ঘরের ঠিক কোন দিকে রেফ্রিজারেটর রাখা উচিত বা উচিত নয়।
ঘরের কোন দিকে রেফ্রিজারেটর রাখা একদমই উচিত নয়
১। ঘড়ের উত্তর-পূর্ব কোণে ফ্রিজ রাখা একদমই উচিত নয়।
কোন দিকে কোন রং রাখবেন –
১) নীল, ধূসর বা সিলভার।
দক্ষিণ দিকে নীল, সিলভার এবং গ্রে কালারের ফ্রিজ রাখবেন। সংসারে আর্থিক উন্নতি হবে।
২) লাল বা হলুদ।
লাল বা সবুজ রঙের ফ্রিজ হলে অবশ্যই তা উত্তর-পশ্চিম দিকে রাখুন।