রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল, দফায় দফায় বৃষ্টি। তবে দুপুরের পর থেকে তার প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরের পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আজ বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে আজ উত্তাল হবে সমুদ্র। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের। বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি. আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে।