সামনেই রয়েছে বসন্ত পঞ্চমী। আর বসন্ত পঞ্চমী দিয়েই বছরে বাঙালির প্রথম বড় উৎসবের শুরু হয়। আর বসন্ত পঞ্চমী মানেই সরস্বতী পুজো। ২০২৫ সালের সরস্বতী পুজোর তিথি জানতে গেলে, জানা প্রয়োজন বসন্ত পঞ্চমীর তিথি। তবে বেশ কিছুটা বিতর্ক রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে। কবে রয়েছে এই বসন্ত পঞ্চমীর তিথি? ২ নাকি ৩ ফেব্রুয়ারি? চলুন জেনে নেওয়া যাক।
পঞ্জিকামতে, বসন্ত পঞ্চমীর তিথি চলতি বছরে পড়ছে ২ ফেব্রুয়ারি ২০২৫ সালে। সেদিন ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিট পর্যন্ত চলবে। অনেক জায়গাতেই ২ ফেব্রুয়ারি সরস্বতী রয়েছে। আবার বহু জায়গায় ৩ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো। আরেকটি মত বলছে, বসন্ত পঞ্চমীর তিথি ২ ফেব্রুয়ারি বেলা ১২ টা ২৯ মিনিটে শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫৯ মিনিট পর্যন্ত তা থাকবে। ফলে সেই মত অনুসারে, বসন্ত পঞ্চমী ৩ ফেব্রুয়ারিও পালিত হতে পারে।
সরস্বতী পুজো ২০২৫র সময়কাল :-
সরস্বতী পুজো ৩ ফেব্রুয়ারি অনেক জায়গায় পালিত হবে। সেদিন সকাল ৭ টা ১০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা গিয়েছে। আবার আরেকটি মত অনুসারে, ২ ফেব্রুয়ারি সকাল ০৯ টা ১৪ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত রয়েছে সরস্বতী পুজোর শুভ সময়। পুজোর মোট শুভ সময় ৩ ঘণ্টা ২৬ মিনিট।
সরস্বতী পুজোয় সর্বদাই আমরা হলুদ ফুল অর্পণ করে থাকি। ফলে এবারেও দেবীকে হলুদ গাঁদা ফুল দিয়েই অঞ্জলী দিতে ভুলবেন না। তা ছাড়াও বসন্ত পঞ্চমীতে দেবী বাসন্তী রঙের শাড়ি পরিহিতা হয়ে পূজিতা হন। সেই মর্মে অনেকেই বসন্ত পঞ্চমীর দিনে হলুদ শাড়ি বা হলুদ রঙের পঞ্জাবী পড়ে থাকেন।