মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট হন। তাই সারা বছর প্রতি সোমবার শিবমন্দির গুলিতে ভীড় উপচে পড়ে। শিবের মাথায় জল ঢেলে ‘ওম নমোঃ শিবায় মন্ত্র জপ করেন ভক্তরা। শিবের আর এক নাম শম্ভু। কেন দেবাদিদেবকে শম্ভু বলা হয় জানেন কি?
শম্ভু বা শম্ভো কথাটি এসেছে সংস্কৃত থেকে। এই শব্দকে ‘শম’ ও ‘ভু’, এই দুই ভাগে ভাগ করা যায়। ‘শম’ শব্দের অর্থ হল কল্যাণ এবং ‘ভু’ শব্দের অর্থ হল উৎস। অর্থাৎ শম্ভু শব্দের অর্থ হল কল্যানের উৎস। ভগবান শিব হলেন এই জগৎ সংসারের সকল কল্যানের উৎস।
যিনি মন থেকে শিবের আরাধনা করেন, তিনি সহজেই তাঁকে প্রসন্ন করতে পারেন। শিবের আশীর্বাদ পেতে পুজোর উপাচারে অনেক কিছুর প্রয়োজন নেই। মনের ভক্তি থাকলেই প্রসন্ন হন তিনি।