কামদুনি থেকে শুরু করে আরজি কর, আর কত সহ্য করতে হবে নারী নির্যাতন? বিচার চাইছে তিলোত্তমা। আরজি কর কান্ডের প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। একইসঙ্গে দাবি উঠেছে নারী স্বাধীনতারও। গর্জে উঠেছে নারী। রাতের অন্ধকারে পথে নামতে ভয় কেন পেতে হবে নারীদের?
নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই আজ, ১৪ অগস্ট ডাক দেওয়া হয়েছে রাত দখলের। কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাতেই রাত ১১ টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা। তিলোত্তমার বিচার চেয়ে পথে নামছে হাজারো নারী। তবে শুধু রাজ্যেই নয়, তিলোত্তমার বিচার চেয়ে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতেও আজ রাত দখল করা হবে।
বেঙ্গালুরুর তিন জায়গা- স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত ১১.৩০ টায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে।