হুঁশিয়ারি দিয়ে আবার আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তাদের দাবি আলাদা রাজ্য হিসাবে কোচবিহারের স্বীকৃতি। আএই দাবিতে প্রায় ৮ বছর পর আবার রেল রোকোআন্দোলনে নামল ওই সংগঠন। ফলে মঙ্গলবার রাত থেকে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নয়াদিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস।

আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে প্রথমে কোচবিহার জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখান জিসিপিএ এবং কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশীবদন বর্মণের ঘোষণা মতো ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রেল রোকো আন্দোলনশুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী-সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম-বাংলা সীমানায় জোড়াই রেলস্টেশনে। বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী-সমর্থকেরা রেলপথে বসে পড়েন। হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে স্লোগান তোলেন তাঁরা।

বিক্ষোভের কারণে মঙ্গলবারও বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর-পূর্ব ভারতীয় রেল। বাংলা থেকে অসমগামী ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। এখন ট্রেন অবরোধের জেরে স্টেশনে এসে অসুবিধায় পড়া যাত্রীদের বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here