চশমা ছাড়া কিছু মানুষের পৃথিবী একেবারে ঝাপসা। চশমা পরার এমন অনেক সমস্যা রয়েছে যা শুধুমাত্র যারা পরে তারাই বুঝতে পারে। আপনি কি এই সমস্যাগুলি সম্পর্কে জানেন:
১. আপনি বিছানা থেকে উঠলেন, অথচ হাতের কাছে চশমা নেই। ভাবতে পারছেন এমনটা হলে আপনি তো দেখতেই পারবেন না।
২. যারা চশমা পরেন তাঁদের মনে সবসময়তেই একটা আতঙ্ক কাজ করে যে চশমা হাত ফস্কে বা কোনওভাবে মাটিতে পারলেই তো ভেঙে যাবে। আর চশমা ভাঙলে দেখতে তো কিছু পাবেনই না, উপরন্তু গাঁটের কড়িও খসবে।
৩. চশমা ভেঙে গেলে মনে হয় আপনার নিজের শরীরের কোনো অংশে আঘাত লেগেছে। নতুন ফ্রেম এবং কাঁচ দুই-ই বর্তমান বাজারে যথেষ্ট খরচসাপেক্ষ।
৪. যারা চশমা পরেন তাঁরা খালি চোখ নিয়ে মোটেই বৃষ্টি উপভোগ করতে পারে না। সবই যে ঝাপসা!
৫. ঘর এবং শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো চশমা পরিধানকারীদের দিনে অন্তত একবার চশমা পরিষ্কার করতে হবে।
৬. চশমা ভুলে যাওয়া মানে সবদিক থেকেই সমস্যা। যিনি চশমা একজায়গায় রেখে দিয়ে ভুলে যান তিনি সেই মুহূর্তে ভয়ঙ্কর অসহায় বোধ করেন।
৭. চা বা অন্য কিছু পান করার সময় চশমার কাঁচে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সে আর এক সমস্যা।
৮. চশমা পরলে মুখের কোনও পরিবর্তন বোঝা যায় না। সবসময়ই মুখ যেন একইরকম দেখতে লাগে।