মর্মান্তিক এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুলে। এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, বংশী নামের ওই যুবক বেঙ্গালুরুতে অ্যামাজনের সঙ্গে কাজ করেন। বন্ধুর বিয়েতে যোগ দিতে কুর্নুলের পেনুমাদা গ্রামে এসেছিলেন তিনি। মৃতের নাম ভামসি।
একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক বিয়ের মঞ্চে নবদম্পতির কাছে একটি উপহার তুলে দিচ্ছেন। উপহার দেওয়ার পরে, বর যখন মোড়কটি খুলছিলেন, বংশী তখন ধীরে ধীরে বাম দিকে ঝুঁকে পড়তে শুরু করেন এবং ক্রমে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। সেই সময় তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে ধরে ফেলে।
এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানখার চিকিৎসকরা জানান বংশী মারা গেছেন। ইদানিং সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, বায়ুদূষণ, মানসিক চাপ এবং ভারী ব্যায়ামের মতো কারণে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।http://<blockquote class=”twitter-tweet”><p lang=”te” dir=”ltr”>కర్నూలు జిల్లాలో స్నేహితుడి వివాహ వేడుకలో గుండెపోటుకు గురైన వ్యక్తి, ఆసుపత్రికి తీసుకువెళ్లగా గుండెపోటుతో మరణించినట్లు నిర్ధారించిన డాక్టర్లు.<a href=”https://twitter.com/hashtag/Heartattack?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Heartattack</a> <a href=”https://twitter.com/hashtag/Kurnool?src=hash&ref_src=twsrc%5Etfw”>#Kurnool</a> <a href=”https://twitter.com/hashtag/AndhraPradesh?src=hash&ref_src=twsrc%5Etfw”>#AndhraPradesh</a> <a href=”https://twitter.com/hashtag/UANow?src=hash&ref_src=twsrc%5Etfw”>#UANow</a> <a href=”https://t.co/R0QGsv32sg”>pic.twitter.com/R0QGsv32sg</a></p>— ఉత్తరాంధ్ర నౌ! (@UttarandhraNow) <a href=”https://twitter.com/UttarandhraNow/status/1859616699777155534?ref_src=twsrc%5Etfw”>November 21, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>